আমি বিএনপি’র সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজনীতি করতে চাই-হাবিবুর রহমান হাবিব
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে সদ্য কারা মুক্তিপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দের সাথে আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক, ৯০ এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক জননেতা হাবিবুর রহমান হাবিবের সাহাপুরস্থ নিজ বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, আবদুল জব্বার, তুহিন বিন সিদ্দিক, সেলিম আহমেদ, হাফিজুর রহমান মুকুল, আবুল কাশেম, আক্কেল আলী, রনো রিয়াজী, ফিরোজুল ইসলাম পায়েল, এনামুল হক, বরকত আলী, আনিসুর রহমান সেকম, আব্দুল্লাহ আল মামুন, মীর তুহিন। এছাড়াও কারাবন্দি ফাঁসির আসামির পরিবারের মধ্যে মোকলেছুর রহমান বাবলু, শামসুল আলম, মাহাবুর রহমান পলাশ, রেজাউল করিম শাহিন, আজিজুর রহমান শাহীন, মোস্তফা নুরে আলম শ্যামল এর পরিবারের সদস্য বিন্দু ।
হাবিবুর রহমান হাবিব উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি বিএনপির সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজনীতি করতে চাই। দলের স্বার্থে সকলকে কাজ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়। ব্যক্তির পূজারী না করে দলের জন্য কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। সাধারণ ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। ফ্যাসিস সরকার দীর্ঘ ১৫ বছর গোটা দেশটাকে একটা বড় কারাগারে পরিণত করেছিল। তার থেকে দেশ আজ পরিত্রাণ পেয়েছে। বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতাকর্মীদের উপর চালিয়েছে স্টিম রোলার। উপস্থিত সকলকে একথা মনে রাখতে হবে। ভুলে গেলে চলবে না। দল বাঁচলে আপনে থাকবেন। দলের বাইরে গিয়ে কোন কাজ করা যাবে না। তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশ মেনে চলতে হবে। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের এই দলে ঠাই হবে না। ফাঁসির দন্দাদেশ প্রাপ্ত ৯ বিএনপি নেতা অচিরেই আপনাদের মাঝে ফিরে আসবেন। দল তাদের জন্য কাজ করে যাচ্ছেন। আমি বা আমরা কেউই দলের উদ্ধে নই।