বার্তা কক্ষঃ নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতায় প্রতিশ্রুতিবদ্ধ,প্রহরী নয়,বিবেক রক্ষক এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরদী অনলাইন এডিটর গিল্ড নামে সম্পাদক ও প্রকাশকদের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে ঈশ্বরদী থেকে প্রকাশিত ও প্রচারিত অনলাইন প্রত্রিকার সম্পাদকরা।
কয়েকদফা মতবিনিময় শেষে গত বৃহস্পতিবার (৯জুলাই) সন্ধ্যায় আসাদুজ্জামান আসিফের সভাপতিত্বে ও শহীদুল্লাহ খানের পরিচালনায় জেলা পরিষদ ডাকবাংলা ঈশ্বরদীর হল রুমে অনলাইন প্রত্রিকার সম্পাদকবৃন্দ সামাজিক দূরুত্ববজায় রেখে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা পর্যালাচনা শেষে ১১ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন ঈশ্বরদী নিউজ টোয়েন্টিফোর) এর সম্পাদক আসাদুজ্জামান আসিফকে আহবায়ক, দৈনিক ঈশ্বরদী নিউজ এর সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ ও বাংলাদেশ সারাবেলা এর সম্পাদক কেএম ইয়ামিনুল হাসান আলিফকে যুগ্ন আহবায়ক এবং গ্রীন নিউজবিডি এর সম্পাদক শহীদুল্লাহ খান কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি সর্বসম্মতিক্রমে পাশ হয়।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন আশিকুর রহমান (আলাপ),সালাউদ্দীন আহমেদ (তারুন্যর নিউজ) ,রেজাউল করিম ফেরদৌস (মেগা নিউজ) ,রিফাজ বিশ্বাস লালন (র্স্পশ নিউজ) শেখ ইয়াসিন (ভোরের সংবাদ) শাহিনুর রহমান বাধন (আমাদের ঈশ্বরদী) ,তাসনিম পারভেজ (দিগন্ত ওয়াল্ড) প্রমুখ। এ ছাড়া আরও অনলাইন পত্রিকা থাকলে পরর্বতীতে কোন অনলাইন পত্রিকা আসলে তারাও এই সংগঠনের সদস্য হতে পারবেন যদি তারা সংগঠনের নিয়ম নীতি মেনে আসতে চান। এ সংগঠনটি প্রেসক্লাব বা কোন সাংবাদিক সংগঠনের প্রতিপক্ষ,প্রতিযোগি নয় বরং সকলের সহযোগি প্রতিষ্ঠান।