আন্ত: উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী আন্ত: উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা আজ শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজে শুরু হয়েছে। উপজেলার ২৭টি কিন্ডার গার্টেন স্কুলের ৫৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, উপাধ্যাক্ষ ইসমাইল হোসেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, সুধিজন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন।
ঈশ্বরদী আন্ত: উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ২৭টি কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৫৯২ জন শিক্ষার্থী এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ঈশ্বরদী আন্ত: উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করেন।
ঈশ্বরদী আন্ত: উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল করিম জানান, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এদের মধ্য থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে থাকেন।