ঈশ্বরদীতে আটটি মাদ্রাসা ও এতিমখানা কম্বল বিতরণ করলেন পৌর প্রশাসক।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে পাওয়া দরিদ্র ও শীতার্তদের জন্য আসা কম্বল ঈশ্বরদী পৌরসভার মধ্যে মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করেন।
কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, এই শীতে কেউ যাতে কষ্ট না পায় তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় তিনি আরও বলেন সমাজের অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে এই শীত মৌসুমে কম্বল বিতরণ অব্যাহত থাকবে। পরবর্তীতে আসলে অসহায় ও গরিব মানুষকে আবারও কম্বল বিতরণ করবেন।