সুমাশটেকের ১৩তম শো-রুম উদ্ভোধন।
ঈশ্বরদীতে ‘সুমাশ টেক’ কোম্পানির ১৩তম ফ্ল্যাগশিপ চালু হয়েছে। যা হচ্ছে উপজেলা পর্যায়ে প্রথম ফ্ল্যাগশিপ হটপয়েন্ট।
গতকাল শনিবার দুপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ পিয়াস ফিতা কেটে সুমাশ টেক ফ্ল্যাগশিপ হটপয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কোম্পানির ঈশ্বরদী অঞ্চলের ফ্র্যাঞ্চাইজর বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর আর বি গ্রুপ অব গ্রুপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম।