ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে বুধবার সকাল ৯:০০টার সময় নতুন রুপপুর ফুটবল মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে দলীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে বক্তারা ছাত্রদলের নেতৃবৃন্দ ছাত্রদল গঠনের গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরেন।
বিকাল ৩:০০ টার সময় নতুন হাট গোল চত্ত্বর থেকে নেতৃবৃন্দ বর্নাঢ্য র্যালি বের করেন। র্যালি নিয়ে গোল চত্ত্বর মোড় হয়ে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুপপুর ফুটবল মাঠে এসে শেষ করেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল কায়েস সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব।