আওয়ামী লীগ সরকার দেশটাকে লুটপাট করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে—হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।
ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের জিগাতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার ১৮ই জানুয়ারি বিকেলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাবিব বলেন, আওয়ামী লীগ সরকার দেশটাকে লুটপাট করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০’র গণআন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির আহবায়ক জননেতা হাবিবুর রহমান হাবিব।
পাকশী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারজানা আক্তার লুবনা, পাবনা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, উপজেলা কৃষকদলের আহবায়ক পাঞ্জুর রহমান সরদার, সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল ইসলাম সদস্য সচিব পাকশী ইউনিয়ন কৃষক দল।
বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন হোসেন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি তহিদুল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, উপজেলা জাসাসের সাধারন সম্পাদক এনামুল মাষ্টার, ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা মহিলা দলের সদস্য সচিব চামেলি বেগম, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস।
হাবিবুর রহমান হাবিব বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের বাজারে কোন মূল্য নেই। রোদ বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। একই সাথে কৃষি উপকরণ ও কৃষি সরঞ্জামের দাম পূর্বে চেয়ে অনেক বেশি। এদেশের শতকরা ৮০ভাগ মাজড়িত। কৃষকদের কথা বিবেচনা করে কৃষি সরঞ্জাম,বীজ ও রাসায়নিক সারের দাম কমাতে হবে। বাজারে বোতল জাতকৃত পানির চেয়েও কম মূল্য বিক্রি হচ্ছে কৃষকের উৎপাদিত সবজি। ৫ টাকা কেজি মূলা ১০ টাকা কেজি বেগুন ৫ টাকায় ফুলকপি ১০ টাকায় পাতাকপি ২০ টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে। বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ১০০ কোটি টাকা কৃষি অনুদান দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৫ হাজার টাকার কৃষি ঋণ এবং ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। তারুণ্যের অহংকার তারেক রহমান তার বক্তব্যে বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ভর্তুকি দেয়া হবে। কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্যের ব্যবস্থা করা হবে।