অনলাইন রিপোর্টঃ ঈশ্বরদীতে আশিক হোসেন (১৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের পরনে ছিল আকাশী-নীল রঙের হাফ হাতা গেঞ্জি ও সবুজ রঙের প্যান্ট। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকলহাটা নামক স্থানে ঘাস কাটতে গিয়ে আখ ক্ষেত থেকে তার লাশ দেখতে পায়। পরে তিনি ঘটনাটি স্থানীয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি রাতে উদ্ধার করে।
মৃত আশিক হোসেন পাবনা গাছপাড়া খা পাড়া গ্রামের কাশেম আলীর ছেলে এবং পেশায় ছাত্র হলেও করোনা কালীন সময়ে মাঝে মাঝে বাবার আটো চালাতো সে।
স্বজনদের দাবী আশিক অটো চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর বাড়িতে ফেরে নি। ধারনা করা হচ্ছে অটো ছিনতাই করার পর তাকে হত্যা করা হয়েছে।
ঈশ্বরদী অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবং মামলার পর বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলেও জানান তারা