গতকাল রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট সুইপার কলোনিতে অভিজান চালিয়ে ১০০০ লিটার চোলাই মদসহ ৯ জনকে আটক করেছে ঈশ্বরদীর থানা পুলিশ।ঔই অভিজানে নেতৃত্ব দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: ফিরোজ কবির সহ এস আই শামিম, এস আই আতিক,এস আই আলমগীর, এস আই মানিক, এস আই ফিরোজ,এ এস আই হাবিব,এ এস আই রফিক, এ এস আই মামুন সহ পুলিশের অনন্য সদস্য ।