।অনলাইন রিপোর্ট : আসন্ন ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন ঈশ্বরদী প্রেসক্লাবে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান সহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (৩ আগষ্ট) সন্ধায় প্রেসক্লাবে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান ও সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেনের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও সমকাল প্রতিনিধি সেলিম সরদার,এস এম ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু,সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, সাবেক সাংগাঠনিক সম্পাদক ওহিদুজ্জামান টিপু, ক্রীড়া সম্পাদক ও দাশুড়িয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম,প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলাম, ও নির্বাহী সদস্য আক্তারুজ্জামান মিরু, সিনিয়র সাংবাদিক ও সমস্বর সম্পাদক এম এ কাদের, জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গির হোসেন, প্রেসক্লাব সদস্য মাহফুজুর রহমান শিফন, দৈনিক ঈশ্বরদী নিউজ সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, প্রমূখ।