আজ ০৬ আগস্ট ২০২০ তারিখ ১৬.৪৫ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২
পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত
কোম্পানী কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে¡ পাবনা জেলার সদর থানাধীন
ভাঙ্গাবাড়ী সাকিনস্থ এস ডি এ নামক ইট ভাটার পাশে সোনাপট্টি হইতে
ভাঙ্গাবাড়ী গামী পাকা রাস্তার উপর হতে আসামী ১। আব্দুল কাদের(৫০),
পিতা- মৃত ইব্রাহিম প্রামানিক, সাং- কেসমত প্রতাপপুর(খাঁ পাড়া),
থানা- পাবনা ২। শাহিন সরদার (৩২), পিতা- মোতালেব
সরদার, সাং- নাজিরপুর(ঈদগাহ মাঠ সংলগ্ন) থানা- পাবনা
থেকে তাদেরকে গ্রেফতার করে। উক্ত আসামীদেরকে গ্রেফতার পূর্বক তাদের নিকট
হতে ৩৮ (আটত্রিশ) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা
হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত
অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজেদের হেফাজতে রেখে অত্র
এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার
দায়ের করার প্রস্তুতি চলিতেছে।