আজ সকাল ১১.৩০মিনিটের সময় ঈশ্বরদী দাশুড়িয়ার বিশ্ব রোডে কোলইকান্দি বটতলার সামনে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শ্যামলি পরিবহনের সাথে মুখোমুখি একটি ট্রাকের সংঘর্ষ হয়, এতে কয়েকজন গুরুতর আহত হয়, এদেরকে মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ১ জন মহিলাকে ঈশ্বরদী উপজেলা সদর হসপিটালে ভর্তি করা হয়, প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদরে ঈশ্বরদী উপজেলা কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আকরাম হোসেন জানান,মুখোমুখি সংঘর্ঘে কেউ মারা যাইনি,৩ জন আহত হয়েছে, ২ জন কে এখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন , বাকি ১ জন কে গুরুত্বর অবস্থায় ঈশ্বরদী সদর হসপিটালে নেওয়া হয়েছে।