অনলাইন রিপোর্ট: পাকশী রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগের পক্ষ থেকে ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান। এ সময় পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, পাকশী বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন মাহমুদ, রেল ও বেঙ্গল থানার কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিট কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন অভিযানে অবৈধ বাসাবাড়ি ও বিদ্যুৎ,পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।রেনসাঁ সংলগ্ন মন্দিরের স্টোর রুমের তালা ভেঙ্গে,মন্দিরে জিনিস পত্র নিলামে তোলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট,৭৫00 টাকায় নিলাম খরিদ করেন এক ব্যক্তি,পরে সেই খরিদ কৃত জিনিস পত্র মন্দির কমিটি টাকা দিয়ে ফেরত নেন।মন্দির কমিটির সভাপতি বিকাশ কুন্ডু তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,এবং জররী মিটিং করে বলেন আমরা ডি আর এম এর সাথে দেখা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো। একই সাথে তোফাইল হোসেন, সুমন ও মাসুম নামের তিন ব্যক্তিকে সাজা প্রদান করে।