আজ ১৭ আগস্ট ২০২০ খ্রিঃ ১৪০০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের আভিযানিক দল কৃর্তক ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্ত্বে মুন্নী ইসলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, পাবনার উপস্থিতিতে পাবনা জেলার সদর থানাধীন হেমায়েতপুর মানসিক হাসপাতালের সামনে দালাল চক্রের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(ক) ধারার ক্ষমাতা বলে দন্ডবিধি -১৮৬০ এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করিয়া আসামী ১। মোঃ সোহেল মালিথা (৩৫), পিতা- মোঃ শহিদুল মালিথা, ২। মোঃ নায়েব আলী, (৩০), পিতা- হাবিল মন্ডল, ৩। মোঃ বকুল সরদার, (৩৫), পিতাঃ মোফাজ্জল সরদার, ৪। হাবিল মন্ডল, (৬০), পিতা- রহিম মন্ডল, ৫। মোঃ সোহেল (৪০), পিতা- ইসাহাক আলী, সর্ব সাং- হোমায়েতপুর, ৬। মোঃ আহাদ মোল্লা দোয়েল (২০), পিতা- মৃত পাঞ্জু মোল্লা, সাং- কেসমত প্রতাপপুর, সর্ব থানা- পাবনাদের ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং সকল’কে ১০০ (একশত) টাকা করে জরিমানা আদায় করেন। এছাড়াও ৭। মোঃ ইয়াছিন আলী (৫২), পিতা- মৃত আব্দুল করিম, সাং- হেমায়েতপুর’কে ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৮। মোঃ আলামিন (২৮), পিতা- আব্দুল হাকিম, সাং- হেমায়েতপুর’কে ১০০০ (এক হাজার) টাকা জরিমানা উভয় থানা- পাবনা সদর জেলা- পাবনা সর্ব মোট ২১০০ (দুই হাজার একশত) টাকা জরিমানা আদায় করেন।
উক্ত দালল চক্রের সক্রিয় সদস্যরা বিভিন্ন সেবা গ্রহীতাকে মিথ্যা তথ্য প্রদান করে প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল।
উক্ত আসামীগনদের পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।