অনলাইন রিপোর্টঃ বীর মুক্তিযোদ্ধা সাবেক জাতীয় সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (১৯ আগস্ট) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে মঞ্জুর রহমান বিশ্বাসের পক্ষে তার সমর্থকরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মঞ্জুর রহমান বিশ্বাস ১৯৮৮ সালে পাবনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে ছিলেন। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার পর মঞ্জুর রহমান বিশ্বাস বলেন, আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। আর যদি আমাকে মনোনয়ন না দেয়া হয়, তাহলে দল থেকে যাকে মনোনীত করা হবে, নৌকার জন্য আমি কাজ করে যাব। উল্লেখ্য, গত ২ এপ্রিল এই আসনের এমপি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যু হলে আসনটি শূন্য হয়। শূন্য আসনের উপ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারনের জন্য ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামীলীগ।