অনলাইন রিপোর্ট: সিরাজগঞ্জরে জেলার মাদক বিরোধী অভিযানে ২২০ পসি ইয়াবা ট্যাবলটেসহ মোঃ আরমান হোসনে পলাশ (৪৩), নামরে এক মাদক ব্যবসায়ীকে গ্রফেতার করেছে র্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল। আটককৃত মোঃ আরমান হোসনে পলাশ (৪৩), সিরাজগঞ্জ জেলার হোসনেপুর উত্তর পাড়া গ্রামরে, মোঃ লোকমান হোসনে এর ছেলে এ সময় তার নিকট হইতে ২২০ পচি ইয়াবা ট্যাবলটে, ০১ টি মোবাইলসটে,০১ টি সমির্কাড উদ্ধার করা হয়। গ্রেফেতারকৃত আসামীদরে বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানার মামলা রুজু করা হয় ।