আজ বিকেল ৫ ঘটিকার সময় রুপপুর ফুটু মার্কেটের প্রতিবাদ সমাবেশে সবাই যোগ দিন।
নেতাকর্মীদের প্রতি জননেতা জনাব জাকারিয়া পিন্টু ভাইয়ের আহবানঃ
বিসমিল্লাহির রহমানের রাহিম। আমার প্রাণপ্রিয় ঈশ্বরদীর নেতা কর্মীদের উদ্দেশ্যে আজ রাত এই দ্বি প্রহরে আহবান করতে বাধ্য হলাম। বিগত স্বৈরাচার আন্দোলনে পুলিশ প্রশাসনের অনেক নির্যাতন সহ্য করেছি। কিন্তু আর নয়? ইদানিং দেখতে পাচ্ছি কতিপয় দুর্নীতিবাজ পুলিশ প্রশাসন। আমাকে এবং আমার পরিবারকে নিয়ে গেম চেঞ্জিং খেলা খেলছে। এবং এই সুযোগ দুর্নীতিবাজ কতিপয়েক পুলিশ কর্মকর্তা ঈশ্বরদীর স্থিতিশীল অবস্থাকে সুপরিকল্পিতভাবে অশান্ত করার চেষ্টা করছে। যেখানে সত্যের কোন বালাই নেই। অর্থের বিনিময় অসত্যকে সত্য বানিয়ে আমার দলের নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। অতএব এরই প্রতিবাদে আজ ১৫ই জুন বিকাল 5 ঘটিকায় তাদের মুখোশ উন্মোচন করার স্বার্থে। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে রূপপুরে ফুটু মার্কেটে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল সংকীর্ণতার ঊর্ধ্বে এসে এই প্রতিবাদ সমাবেশে যোগ দিন। আহ্বান আমি জাকারিয়া পিন্টু।