আজ ০৩ অক্টোবর ২০২০ তারিখ বেলা ০৩.৫৫ ঘটিকায় সময় র্যাব-১২,
সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের
ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর
নেতৃত্বে পাবনা জেলার ঈশ^রদী থানাধীন রুপপুর সাঁকোরমুখ মোড়
এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী মোঃ আলম মোল্লা (৩৯), পিতা- মৃত
আহাদ আলী মোল্লা, সাং- উদয়নগর (দক্ষিণ খারিজাথাক), থানা- দৌলতপুর,
জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক তার নিকট হতে ৩৭৩০
(তিন হাজার সাতশত ত্রিশ)পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা
ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত আসামী দেশের চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্রের
সদস্য। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত
অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ
জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মামলা রুজু করা
হচ্ছে।