অনলাইন রিপোর্ট: ঈশ্বরদী-আটঘরিয়ার উপ-নির্বাচনের আগে ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে সামনে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিতাদেশের ঘোষণা প্রত্যাহার করা হয়েছে, গতকাল সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের প্রতি আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি বিজ্ঞপ্তি প্রদানের নিশ্চিত করেছেন।