অনলাইন রিপোর্টঃ ঈশ্বরদীতে দাশুড়িয়া- কুষ্টিয়া মহাসড়কের নতুন হাট গোল চত্বরে একটি মালবাহী ট্রাক উল্টে পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) সকাল ৬.৩০ মিনিটের সময় বনপাড়া থেকে কুষ্টিয়া অভিমুখি একটি ট্রাক (ঢাকা মেট্রো – ট ২০-৯৩৪৫) নতুনহাট গোল চত্বর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি ব্যাটারী চালিত অটোর ওপর পড়লে এ দূর্ঘটনা ঘটে।
এতে অটোর মধ্যে থাকা ড্রাইভার সহ ৫ জন আটকা পড়ে। আহত সবাই রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে।
এ ঘটনায় কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলে পাকশী হাইওয়ে পুলিশ থানা পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে যানচলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়সূত্রে জানা যায় ট্রাকের অধিক গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে ঈশ্বরদীর এই গুরুত্বপূর্ণ ও ঝূকিপূর্ন জায়গাটিতে চালকদের এমন বেপরোয়া চলাচলে প্রায়ই দূর্ঘটনার খবর পাওয়া যায়। চালকদের সতর্ক হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই স্থানে একজন ট্রাদুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা উদ্ধারকাজ পরিচালনা করে (অটোকে কেটে কেটে) আহতদের উদ্ধার করে আহতদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে জানান ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ইন্চার্য আরিফুল ইসলাম। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ বিশষে ডাক্তার আসমা খান জানান,তারা সবাই সবাই গুরুতর আহত তাদের রাজশাহী পাঠানো হয়েছে । তবে তাদের পরিচয় দিতে তিনি অপারগতা প্রকাশ করেছেন ।ফিক পুলিশ নিয়োগ সময়োপযোগী দাবী বলে মনে করেন স্থানীয়রা।