অনলাইন রিপোর্ট:গতকাল(১৪ অক্টোবর ২০২০ খ্রীঃ)বিকেলে ০৫.৪০ ঘটিকায় গোপন সাংবাদরে ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলশি সুপার মুহাম্মদ মহউদ্দিন মরিজা এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভযানিক দল নরসংদী জলোর রায়পুরা থানাধীন সাউদপাড়া গ্রামে আব্দুল হাই এর স্টেশনারী দোকানরে সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮০০ পসি ইয়াবা ট্যাবলটে সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রফেতার করেছে।
উক্ত আসামী- মোহাম্মদ আলী(২১),পিতা-মৃত মোতালবি ভূইয়া, সাং- সোনাকান্দ(কান্দীপাড়া), থানা-রায়পুরা, জলো- নরসংদী ।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নরসংদী জলোর রায়পুরা থানায় ২০১৮ সালরে মাদকদ্রব্য নিয়ন্তন আইনরে ৩৬(১) এর সরনী ১০ (ক) ধারায় মামলা দায়রে করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়ছে।