গতকাল সাহাপুর ইউনিয়নের আওতাপারা গ্রামের স্বামীর বাড়িতে ফ্যানের হুকের সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা আত্মহত্যা করে ঐশি [১৯]। ঐশির বাড়ি আওতাপারা গ্রামের বাঁশেরবাদার মাহাবুল ইসলামের মেয়ে।পারিবারিক সূত্রে জানাই যাই গত বছরের২৫শে জানুয়ারি ২০১৯ ঐশির বিয়ে হয় একই গ্রামের হারুন প্রাং ছেলে মো:জাহিদ হোসেনের সাথে।তার একটি ৮মাসের কন্যা সন্তান আছে। মৃত্যু ঐশির স্বামী রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাব ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানিতে চাকুরি করেন, কাজ শেষে বাড়ি এসে অনেক ক্ষন যাবত ডাকাডাকির পরেও ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেলে স্থানীয় লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে যে, ঐশি গলাই ওড়না প্যাচিয়ে ফ্যানের হুকের সাথে ঝুলে আছে। স্থানীয়দের সহায়তায় তাকে সেখান নামিয়ে পাবনা জেনারেল হসপিটালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঐশির খালা রুপা বলেন,ঐশির স্বামী জাহিদ পরকীয়াই লিপ্ত ছিলেন।সেই সূত্র ধরেই এই হত্যা।পারিবারিক সুত্রে জানা যাই স্বামী সহ তাদের সবাই পলাতক আছেন।অন্যা দিকে তার আরেক প্রতিবেশি সাহাপুর ইউনিয়ন আওমীলিগের সাধারন সম্পাদক আতিয়ার রহমার ভোলা বলেন বিয়ের পর আমরা তাকে চিনি এবং জানি, বিকেলে এলাকাবাসী স্থানীয় লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে যে, ঐশি গলাই ওড়না প্যাচিয়ে ফ্যানের হুকের সাথে ঝুলে আছে। এই ঘটনায় ঐশির মা শাহানারা খাতুন বাদী হয়ে ৪ জনের নামে যৌতুক মামলার একটি অভিযোগ দায়ের করেন ঈশ্বরদী থানায়। এই ঘটনার সত্যতা শিকার করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৃত্যুর লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালে আছে।