ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের ব্রাক থেকে নাঈম নামের এক কনস্টেবলের ট্রাঙ্ক থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছিল সেই ঘটনায়
তদন্ত সাপেক্ষে এস আই রন্জন, এ এস আই জাহাঙ্গীর,ও ওসির ডাইবার মশিউর এই তিনজনকে সাময়ীক বরখাস্থ করে পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার মো: শাহাব উদ্দিন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি গোপাল চন্দ্র।ঐই ঘটনায় কনস্টেবল নাঈম কে গ্রেফতার করে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছিল।। পাকশি রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার, নাঈমকে তার ব্যাক্তিগত ট্রাঙ্কে পাওয়া ফেন্সিডিলের ব্যাপারে জিজ্ঞেস করলে কনস্টেবল নাঈম স্বীকার করে।
গত কয়েকদিন আগে রাজশাহী থেকে ঢালারচর গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছিলো। কনস্টেবল নাঈম ঈশ্বরদী রেলওয়ে থানার কম্পিউটার অপারেটর। গ্রেফতার কারী পুলশি সদস্যরা ধারনা করছে ঐ দিনের উদ্ধার হওয়া ফেনসিডিল থেকে নাঈম ২৫ বোতল সরিয়ে রেখেছিল। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি গোপাল চন্দ্রের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর- ২,৬/১১/২০২০।
আসামী কনস্টেবল নাঈমকে পাবনা আদালতে
সোপর্দ করা হয়েছে।