ঈশ্বরদী প্রতিনিধি :
রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
পাবনার ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
মঙলবার গভীর রাত পর্যন্ত উপজেলার মুলাডুলি ইউনিয়ন ও ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মঙলবার দিবাগত রাত সাড়ে ১১টা পর্যন্ত শহরের রেলওয়ে জংশন স্টেশন প্লাটফরম, রেলওয়ে ফুটওভার ব্রিজ, বুকিং কাউন্টার চত্তর, বাজার, বাস টার্মিনাল, রেলগেট, ট্রাফিক মোড়, পশ্চিমটেংরী ও উপজেলা সড়কে শীতে কষ্ট পাওয়া ভাসমান দুস্থ মানুষের গায়ে কম্বল তুলে দেন ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস।রেল ষ্টেশন ও বাস টার্মিনালে শীতবস্ত্রহীন অবস্থায় যারা ঘুমিয়ে ছিলেন তাদের গায়ে নিজহাতে কম্বল জড়িয়ে দেন ইউএনও পিএম ইমরুল কায়েস। কম্বল পাওয়া প্রত্যেকের নামে তালিকাও করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) মো: তৌহিদুল ইসলাম ও আইসিটি কর্মকর্তা মাসুম রানা। এছাড়াও ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক, ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক আনোয়ারুল আলম রনজু, ফটোসাংবাদিক রিফাজ বিশ্বাস লালন ঈশ্বরদী শহরে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গুচ্ছগ্রামে অতিদরিদ্র ৪৫টি পরিবার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীদের মাঝে কম্বল দেওয়া হয়।