অনলাইন রিপোর্টঃ ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ এর উন্নতিকল্পে মসজিদ প্রাঙ্গণে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
গত রবিবার( ২১ মার্চ) বাদ আছর অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী মংস্যজীবীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী মোঃ আব্দুল আলিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মোঃ আব্দুস সালাম বিন রহুল আমিন সাহেব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাদেকুল আমিন আজমী সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ হযরত মাওলানা মোঃ আমিনুল হক মিয়াজি সাহেব। তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোঃ মোখলেছুর রহমান কামালী সাহেব।
মাহফিল পরিচালনা করেন আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা মোঃ আ.ন.ম ফজলুর রহমান সাহেব। সার্বিক তত্বাবধায়ানে আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ আফাজ উদ্দিন সরদার ও সার্বিক ব্যবস্থাপনায় সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন মাস্টার।
আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ এর উন্নতিকল্পে প্রধান অতিথি প্রকৌশলী মোঃ আব্দুল আলিম সার্বিক উন্নয়নে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এবং নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।