গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় মশুড়িয়াপাড়া এলাকার নিজ বাড়িতে রিতুর মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ , তাকে হত্যার পর তার শাশুড়ি রেনু থাতুনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এসময় তিনি চিৎকার করলে হত্যাকারীরা দ্রুত পালিয়ে যায়, এলাকা বাসী থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ।ময়না তদন্তের জন্য পাবনাতে পাঠানো হয়।পরে একটি হত্যা মামলা দায়ের করেন মৃত্যু ব্যক্তির পরিবার যার মামলা নং ৬২। ১২ ঘণ্টার মধ্যেই পাবনা পুলিশ সুপারের নির্দেশে, ইশ্বরদী অতিরিক্ত পুলিশ সুপার [ঈশ্বরদী সার্কেল ]দিকনির্দেশনায় ও ঈশ্বরদী থানার ওসির সহযোগিতায়,ও তদন্ত কর্মকর্তা এসআই জাকির তদন্ত করে হত্যাকারীদের ১২ ঘণ্টার মধ্যে আসামী শরীফ সরকার ২০,পিতা-মাহাবুল সরকার,হেলার সরকার, পিতা কামাল সরকার,গ্রাম চরগোবিন্দপুর, বরাইগ্রাম, নাটোর। তাদের ২ জনকে একইও এলাকার নিজ
বাড়ি থেকে গ্রেফতার করে ঈশ্বরদীর থানা পুলিশ।পরে তারা পুলিশি জিঙ্গাসাবাদে হত্যার কথা স্বীকার করে ১৪৪ ধারা জবানন্দী দেন পুলিশের কাছে।পরে তাদের ২ জনকে পাবনা জেল হাজতে প্রেরন করা হয় ।