গককাল রাত্রে পাবনা পুলিশ সুপারমহোদয়ের দিক নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেলের নেত্বত্বে অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক ( তদন্ত) ঈশ্বরদী থানর অভিজানে গতরাতে ঈশ্বরদী থানাধীন আওতাপাড়া (বাঁশেরবাদা) হইতে ১৬ কেজি গাঁজা সহ মোঃ জহুরুল ইসলাম (৩২) পিতা- মৃত মজিবর প্রামাণিক, সাং- বাঁশেরবাদা, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনাকে গ্রেফতার করা হয়। তার নামে মাদক দ্রব্য আইনে মাদক মামলা হয়েছে।ঈশ্বরদী থানার ওসি আছাদ্দুজামান বলেন মাদকের বিষয়ে কোন আপষ নেই।সে যে দলের হোক। অভিজান অব্যহত থাকবে।