পাবনার মোটরসাইকেল চোর চক্রের দলনেতা গ্রেফতার ।
গতকাল পাবনা সদর থানা এলাকার মোটরসাইকেল চোর চক্রের একাংশের দলনেতা মোঃ আরফান আবীর আকাশ (২৩) পিতা-মোঃ জিহাত হোসেন জলিল কে পাবনা থানা পুলিশ।যার মামলা নং- ১৯/১০০ তারিখ- ০৯/০২/২০২১ ইং ধারা- ৩৭৯। বিরুদ্ধে তিনটি মোটরসাইকেল চুরি এবং একটি মাদক মামলা আছে । উক্ত আসামি এবং তার সহযোগী আসামি আশিক ইং ০৮/০২/২০২১ তারিখ পৈলানপুর চঞ্চল গ্যারেজের পাশ হইতে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় পাবনার পুলিশ সুপার স্যারের বডিগার্ড মুনসুর আসামি আশিক কে মোটরসাইকেল সহ হাতেনাতে গ্রেফতার করে এবং আসামি আকাশ পালিয়ে যায় । উক্ত আকাশ কে গতকাল গ্রেফতার করা হয়