২ টি ল্যাপটপ,১০টি চোরাই মোবাইল সহ আটক ২।
পুলিশ সুপার,পাবনা মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে গত রাতে ৮ঃ৩০ ঘটিকায় পাবনা সদর থানার তারাবাড়িয়া বাজার হতে আসামী(১) কুরবান আলী (২১) পিতা-আজিজ খাঁ সাং-তারাবাড়িয়া (২) মাসুদ(৩৫) পিতা-মন্টু প্রামানিক সাং-তারাবাড়িয়া শেখপাড়া থেকে ০২ টি (দুই) চোরাই ল্যাপটপ ও ১০ টি(দশ) স্মাট ফোনসহ আটক করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।উদ্ধারকৃত ফোনের আইএমইআই নম্বরসমূহ দেয়া হল। এই ফোনের প্রকৃত মালিকগন যোগাযোগ করলে আদালতের আদেশ সাপেক্ষে মালিককে ফেরত দেয়া হবে।
১/ একটি Samsung mobileযাহার imei no-354465103312507. 3544665103312505.
২/একটি Samsung mobile যার imei no- 354914110051145. 354913110051147.
৩/ একটি Itel mobile যার imei no-354370671819182. 354370761819190.
৪/ একটি iphoneযারimei no- 352022072674540.
৫/ একটি infix mobile যার imei no-?350458770011688.350458770011696.
৬/ একটা Huawei mobile যার imei no- 869572039171697. 869572039171705.
৭/ একটি সাদা Samsung mobile যার imei no- 354912054247893.
৮/ একটি Samsung mobile যার imei no- 35904608714462/2.35904708714462/0.
৯/ এবং ১০/ নং ০২ দুই টা MI mobile ফোন যাহার imei no নাই।
এবং ০২ টি ল্যাপটপ – ( 1) DELL ও (2) compac.